গোয়াইনঘাটে অসহায়দের মাঝে নৌকা বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি


সেপ্টেম্বর ১৪, ২০২১
১০:৫৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২১
১০:৫৩ অপরাহ্ন



গোয়াইনঘাটে অসহায়দের মাঝে নৌকা বিতরণ

সিলেটের গোয়াইনঘাটে গরিব অ্যান্ড এতিম ট্রাস্ট যুক্তরাজ্যের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে নৌকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের ১০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব নৌকা বিতরণ করা হয়।

নৌকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, ইউপি সদস্য তৈয়বুর রহমান, সমাজসেবক আখলাকুল আম্বিয়া, গরিব অ্যান্ড এতিম ট্রাস্টের গোয়াইনঘাট প্রতিনিধি মাওলানা দেলওয়ার হোসেন প্রমুখ।


এমএম/আরআর-০৪