গ্রামীণ উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৪, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২১
০৬:৫৫ পূর্বাহ্ন



গ্রামীণ উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, গ্রাম হবে শহর- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ বাস্তবায়নে গ্রামীণ উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে আওয়ামী লীগ সরকার। একের পর এক উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে উপমহাদেশের একটি বৃহৎ সংগঠন। আওয়ামী লীগের কারণে দেশ আজ উন্নয়নের পথে যাচ্ছে। সরকারের পাশাপাশি উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব সকল নেতাকর্মীর। সংগঠন শক্তিশালী থাকলে আওয়ামী লীগের পরিবর্তন আনার কোনো সুযোগ থাকবে না। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামিম আহমেদ শামিম ও নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম।

এর আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়কালে বক্তব্য দেন, কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় কোম্পানীগঞ্জের দলইরগাঁও উচ্চবিদ্যালয়ের ৪ তলা একাডেমি ভবনের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সকাল সাড়ে ৯টায় ইমরান আহমদ কারিগরী কলেজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত পোনামাছ কাটাখাল নদীতে অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসীকল্যাণমন্ত্রী। বিকেল ৪ টায় ইসলামগঞ্জ বাজার ও জালিয়ারপাড় বাজারের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনসার সদস্যদের আবাসন ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।

এছারা দুপুর ১২টায় বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন শেষে ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী ইমরান আহমদ। এ সময় তিনি সাদা পাথর পর্যটন কেন্দ্রের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, টুরিস্ট কর্পোরেশনের অতিরিক্ত সচিব ফারুক আহমদ, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) আমিনুল ইসলাম সরকার, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ শামিম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ গোলাম নবী, ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস ও ইয়াকুব আলী, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন, তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ মুজিবুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোশাহিদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইখলাছুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, আব্দুর রহমান, সদস্য তোফাজ্জল হোসেন, রিয়াজুল ইসলাম, তজব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলজার আহমদ, ফরিদ উদ্দিন, সাংবাদিক তারিকুল ইসলাম, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রুপক চন্দ্র, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, তেলিখাল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সুহান আহমদ, রাফাত, দক্ষিণ রণিখাই ইউনিয়ন ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ আলম স্বাধীন, ইছাকলস ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক রাজ কুমার দাস প্রমুখ।


এমকে/আরআর-০৬