বিশ্বনাথে গণফোরামের কমিটি গঠন

বিশ্বনাথ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৩, ২০২১
১২:২১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২১
১২:২১ পূর্বাহ্ন



বিশ্বনাথে গণফোরামের কমিটি গঠন

সিলেটের বিশ্বনাথ উপজেলা গণফোরামের পূর্ব কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) ২১ সদস্য বিশিষ্ট গণফোরামের বিশ্বনাথ উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেন সিলেট জেলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আনছার খান। এর আগে গতকাল শনিবার সিলেট নগরে অনুষ্ঠিত গণফোরামের বিভাগীয় মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

বিশ্বনাথ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য সচিব তরিকুল ইসলাম শামীমকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট গণফোরামের উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হয়েছেন সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম।

কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান, নুরুজ্জামান, বাছিত খান, সাব্বির আহমদ, যুগ্ম-সচিব আতিকুর রহমান হিরা, হাবিবুর রহমান, সদস্য মিজানুর রহমান, সোহেল আহমদ, নুর উদ্দিন আহমদ, রুবেল মিয়া, জিলু মিয়া, সেলিম আহমদ, নেফুর মিয়া, সেবুল মিয়া, এনাম মিয়া, সাইফুর রহমান, বাছির আহমদ, আছকন্দর আলী ও তারেক হাসান।

বিশ্বনাথ উপজেলা গণফোরামের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জেলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আনছার খান বলেন, শনিবার বিভাগীয় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বনাথ উপজেলা শাখার আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


এমএ/আরআর-০৭