বিশ্বনাথ প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২১
১১:৪৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
১১:৪৬ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌরশহরের পুরানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে (মামলা নম্বর জিআর ২২৩/১৮)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকা থেকে পলাতক আসামি জামায়াত নেতা নিজাম উদ্দিন সিদ্দিকীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জামায়াত নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই অলক দাশ বলেন, রবিবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএ/আরআর-০৫