ফেঞ্চুগঞ্জে বিদ্যালয়গুলোতে প্রাণ ফিরেছে

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১২, ২০২১
০৮:৪০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
০৯:২১ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে বিদ্যালয়গুলোতে প্রাণ ফিরেছে

করোনা মহামারির জন্য দীর্ঘ প্রায় দেড় বছর সাধারণ ছুটির পর বিদ্যালয়ে  ফিরেছে শিক্ষার্থীরা। সারাদেশের ন্যায় ফেঞ্চুগঞ্জে ও শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে, এতে ছাত্র ছাত্রীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। অভিভাবকদের মাঝে ফিরেছে  স্বস্তি ।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর)  পূর্ব নির্ধারিত তারিখে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনায় চালু করা  হয়েছে। 

করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় গত বছরের ১৭ ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। এরপরে ধাপে ধাপে স্কুল খোলার তারিখ ঠিক করলে ও সংক্রমণের উর্ধ্বগতি থাকায় আর স্কুল খোলা হয়নি।

রবিবার স্কুল, কলেজ চালু হওয়ায় শিক্ষার্থীদের মুখে হাসি ফুটেছে ও অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন।  এতদিন ধরে ঘরমুখো শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে যেন উৎসবের আমেজ বিরাজ করছে।

সরেজমিনে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় - শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের,কলম, ফুল, মাস্ক দিয়ে বরণ করে নিয়েছেন। শিক্ষার্থীরা স্কুলগুলোতে স্বাস্থবিধি মেনে প্রবেশ করছেন, আপন রূপে ফিরেছে  শিক্ষাঙ্গন।

সরকারের রুটিন মোতাবেক বিদ্যালয়গুলোতে  ক্লাস নেয়া হচ্ছে।

নবম শ্রেণীর ছাত্র বাপন ও তার বন্ধুরা বলেন, ক্লাসে ফিরতে পেরে খুব ভাল লাগছে। এতদিন ঘরে থেকে অস্বস্তি বোধ করছিলাম । এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পেরেছি, এতদিন পর বন্ধু বান্ধব প্রিয় ক্যাম্পাস সত্যি আনন্দে বুক ভরে যাচ্ছে। এখন থেকে আমাদের ক্লাস যেন নিয়মিত চালু থাকে।

পিপিএম উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী ফারুক মিয়া বলেন,বিদ্যালয় এতো দিন বন্ধ থাকায় খুব খারাপ লাগতো, আজ ছাত্রছাত্রীদের  পদচারণায় আনন্দ ভরে যাচ্ছে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানিকলাল দেবনাথ ও ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন বলেন বিদ্যালয়ে আজ ছাত্ররা আসায় যেনো প্রাণ ফিরে পেয়েছে। ছাত্ররা না আসলে আমাদের ভালো লাগে না। এদের নিয়েই তো আমাদের দিন কাটে।

পিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সহিদ বলেন, শিক্ষার্থী ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোন মূল্য নেই। আজ ছাত্ররা সময়ের আগে স্কুলে চলে এসেছে। সবার মাঝে একটা উৎসবের মতো বিরাজ করছে। নিয়ম মোতাবেক পাঠদান কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা অনুযায়ী সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিক উদ্দিন জানান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সবগুলো স্কুলে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে।  সরকারি নির্দেশনা মেনেই স্কুলে ক্লাস চালু হয়েছে। এবং নির্দেশনা মেনেই সকল শিক্ষা প্রতিষ্ঠান চলবে। 

এস এ/বি এন-০৮