বিয়ানীবাজারের স্কুল-কলেজে প্রাণ ফিরেছে

বিয়ানীবাজার প্রতিনিধি


সেপ্টেম্বর ১২, ২০২১
০৭:৫৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
০৮:০৯ অপরাহ্ন



বিয়ানীবাজারের স্কুল-কলেজে প্রাণ ফিরেছে

দেড় বছর পর সরকারের ঘোষণায় দেশব্যাপী খুলেছে স্কুল-কলেজ। সারাদেশের ন্যায় প্রাণ ফিরেছে বিয়ানীবাজারের স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হয় দীর্ঘদিনের নির্জীব ক্যাম্পাস। অনেকদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে হয়েছে প্রাণের সঞ্চার।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ঘুরে দেখা গেছে- সকাল থেকে পিঠে ব্যাগ, মুখে মাস্ক পড়ে শিক্ষার্থীরা প্রবেশ করছেন তাদের প্রতিষ্ঠানে। প্রবেশের সময় গেটে তাদের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এরপর তাদের হাত ধুয়ে ক্লাস রুমে প্রবেশ করানো হচ্ছে। ক্লাসে বসানোর ক্ষেত্রেও একজন অপরজন থেকে নির্দিষ্ট দূরত্বে রাখা হচ্ছে।

পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র সুমন রহমান বলেন, অনেক দিন অনলাইনে ক্লাস করেছি। আজ সশরীরে ক্লাস করছি। সবাইকে নিয়ে ক্লাস করায় খুব আনন্দ লাগছে। আশা করি আমরা এভাবে পড়ালেখা করতে পারবো।

বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের  শিক্ষার্থী ফারহানা আক্তার বলেন, দীর্ঘদিন পর কলেজ খুলেছে। এদিন সকল বান্ধবীদের উপস্থিত থাকার জন্য একে-অপরকে অনুরোধ করেছি। তাই সবাই কলেজে এসেছেন।  

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম বলেন, কলেজের নোটিশে দেওয়া নির্দেশনা পুরোপুরিভাবে মেনে চলে শিক্ষার্থীরা কলেজে এসে স্বশরীরে ক্লাস করেছে। সেই সাথে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হতেই শিক্ষার্থীরা যেন যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে এ বিষয়ে অভিভাবকদেরও তাদের প্রতি খেয়াল রাখার জন্য আহবান করছি।

বিভিন্ন বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুক্কুর  বলেন, শিক্ষার্থীদের সুরক্ষায় সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেছে। মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রবেশের সময় শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। স্কুলের একটি কক্ষে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক থাকলে এভাবে চলতে থাকবে।

এস এ/বি এন-০৫