গোলাপগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১২, ২০২১
০৬:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
০৯:৩২ অপরাহ্ন



গোলাপগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এই ঘটনাটি ঘটে। 

এ সময় ডাকাতদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত হয়েছেন। ছয়জনের মধ্যে ২ জনের অবস্থা আশস্কাজনক। তাদের হাতে ও মাথায় গুলি লেগেছে। এছাড়া ডাকাতদের মারধরে আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও লুন্ঠিত কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ।

আহতরা হলেন, ঢাকাদক্ষিণের পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত শাহাবুদ্দিনের দেলোয়ার হোসেন (২২), মনোয়ার হোসেন (২৭), একই এলাকার আতিব আলীর ছেলে সাদুল ইসলাম (৪০), বকু মিয়ার ছেলে আরমান আহমদ (৩০) ও মনন আহমদের ছেলে দুলাল আহমদ (২৭),  নূর ইসলামের  ছেলে চেরাগ আহমদ ( ২৫)। তাদের মধ্যে  আরমান আহমদ ও দুলাল আহমদের অবস্থা আশঙ্কাজনক।

তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ডাকাতদের মারধরে আহত হয়েছেন দত্তরাইল গ্রামের মিশ্রপাড়ার জ্ঞান সেনের ছেলে দুলাল সেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১২ সেপ্টেম্বর) ভোররাত ৩টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের দত্তরাইল গ্রামের মিশ্রপাড়ায় জ্ঞান সেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে জ্ঞান সেন ও তার স্ত্রী শক্তি রাণী সেনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এসময় বাঁধা দিলে ডাকাতরা জ্ঞান সেনের ছেলে দুলাল সেনকে মারধর করে আহত করে। ডাকাতরা জ্ঞান সেনের বাড়ি নগদ দুই লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্রসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পরে ভোররাতে ডাকাতি শেষে সংঘবদ্ধ ডাকাতদল পশ্চিম দত্তরাইল জামে মসজিদে আশ্রয় নেয়।

মসজিদের ইমাম বিষয়টি স্থানীয় মহল্লাবাসীকে অবগত করলে স্থানীয়রা এগিয়ে এসে ডাকাতদলকে ঘিরে ফেলে । এসময় গ্রামের লোকজন ডাকাতদের ধাওয়া করলে তারা এলোপাতাড়ি গুলি ছুড়লে ছয়জন আহত হন। বাকি ডাকাতরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন এক ডাকাতকে ধরে গণধোলাই দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও লুন্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী। বাকি ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন করেছেন সিলেটের এডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান।

এফএম/বি এন-০৬