দেড় বছর পর সিলেটের স্কুলে বাজল ক্লাসের ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১২, ২০২১
০৪:৫৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
০৫:১৮ অপরাহ্ন



দেড় বছর পর সিলেটের স্কুলে বাজল ক্লাসের ঘণ্টা

টানা ১৮ মাস বন্ধ থাকার পর সাড়া দেশের সঙ্গে সিলেটের স্কুলগুলোতে ফিরেছে শিক্ষার্থীদের পদচারণা। প্রতিটি ক্লাসের আগে বাঁজতে শুরু করেছে ঘণ্টা। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্যবিধি মেনে স্কুল ও কলেজগুলোতে প্রবেশ করানো হয় শিক্ষার্থীদের। সকাল ৮ টায় শুরু হওয়া স্কুল ও কলেজের শ্রেণিকার্যক্রমের ছুটি হয় দুপুর ১২ টায়। 

এদিন সকাল আটটার দিকে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় অভিভাবকেরা তাদের মেয়েদের নিয়ে স্কুলে এসেছেন। স্কুলের ফটকে হ্যান্ড স্যানিটাইজ ও তাপমাত্রা মেপে এবং নির্দিষ্ট দূরত্ব রেখে সারিবদ্ধভাবে বিদ্যালয়ের ভেতর শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে।


এ সময় স্কুলের গেটে কোনো জটলা দেখা যায়নি। শিক্ষার্থীদের সবাইকে মাস্ক পরতে দেখা গেছে। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফেরারদিনে স্কুলের ফটক সাজানো হয়েছে।

অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, শিক্ষার্থীরা খুবই আনন্দিত। আমরা প্রতিদিন দুটো শ্রেণি খোলা রাখছি। কিন্তু অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীরা চলে এসেছে। যদিও আমরা তাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি।

তিনি আরও বলেন, আমরা খুব আনন্দিত যে আমরা আবার আমাদের কর্মজীবনে ফেরত এসেছি। আমরা গৃহবন্দি হয়ে পড়েছিলাম। স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা প্রতি বেঞ্চে দুইজন ও পরের বেঞ্চে একজন করে শিক্ষার্থীকে বসাচ্ছি। হাত ধোয়াসহ অন্যান্য সকল স্বাস্থ্য সুরক্ষার বিধিমালা স্কুলে মানা হচ্ছে। তারপরও সবারই কমবেশি আতঙ্কে আছে, বলেন তিনি।


এদিকে আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ পাল দিপু বলেন, ‘সকাল ৯টা থেকে শুরু হয়। আজ ৩য় ও ৫ম শ্রেণীর ক্লাস হবে। শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হয়েছে।’

আরসি-০৮