‘বিদেশগামী শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বাড়ানো প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১২, ২০২১
০৬:৪৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
০৬:৪৩ পূর্বাহ্ন



‘বিদেশগামী শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বাড়ানো প্রয়োজন’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, ‘সরকার কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। দেশের অধিকাংশ জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষ জনশক্তি তৈরির কার্যক্রম অব্যাহত রয়েছে। এর পাশাপাশি প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বাড়ানো প্রয়োজন।’

তিনি শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

সচিব সকালে সিলেট টিটিসি’র বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন। পরে তিনি সিলেট টিটিসি, মহিলা টিটিসি, ডিইএমও এবং প্রবাসীকল্যাণ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী এবং বিদেশগামী কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ এম মাহফুজুর রহমান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মীর কামরুল হোসেন, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, প্রবাসী কল্যাণ ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক বসারত আলী। 

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লাহ মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, টিটিসির ক্যাটারিং ট্রেডের চিফ ইনসট্রাক্টর মো. শাহ আলম পাটোয়ারী, কম্পিউটার অপারেশন ট্রেডের চিফ ইনসট্রাক্টর মোজাফফর হোসেন, ইলেকট্রিক্যাল ট্রেডের চিফ ইনসট্রাক্টর শিরিন আক্তার, রেফ্রিজারেশন ট্রেডের ইনসট্রাক্টর মনিরুজ্জামান মনির, কম্পিউটার অপারেশনের ইনসট্রাক্টর মোহাম্মদ ওমর ফারুক, ডিজেল ট্রেডের ইনসট্রাক্টর মো. দেলোয়ার হোসেন প্রমুখ। 

এসএইচ/আরসি-০৭