বিশ্বনাথ প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২১
০১:১২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
০১:১২ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন উপজেলার রামধানা, কৃপাখালী, শেখেরগাঁও, টেককামালপুর, কামালপুর, বন্ধুয়া, উত্তর-নোয়াগাঁও, টুকেরকান্দি, অলংকারী, পৌদনাপুর, শিমুলতলা, মুরাবাজার, জানাইয়া, জানাইয়া-নোয়াগাঁও ও রাজনগর গ্রামসহ ১৫টি গ্রামের দুই শতাধিক বাসিন্দা।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামধানা পূর্বপাড়া গ্রামের শামছু মিয়া লালার বাড়িতে এলাকাবাসীর ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বন্ধুয়া গ্রামের আখলিছ আলী সরকারের সভাপতিত্বে ও শামছু মিয়া লালার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জানাইয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শিমুলতলা গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান লিলু, রাজনগর গ্রামের বাসিন্দা ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল হাই, টুকেরকান্দির প্রাক্তন ইউপি সদস্য হিরণ মিয়া, রামধানা গ্রামের আব্দুল বারি সুনু মিয়া, কামালপুর গ্রামের বাসিন্দা আছাব আলী, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, রামধানার শেখ ময়নুল হক জানু, বিএনপি নেতা আলা উদ্দিন, মুরাবাজারের ব্যবসায়ী ছুরাব আলী, নোয়াগাঁওয়ের আব্দুল হান্নান, পৌদনাপুর গ্রামের মতছির আলী, জানাইয়া-নোয়াগাঁওর রহিমুল ইসলাম, কামালপুর গ্রামের রাসেল আহমদ ও ক্ষীরদা সরকার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ-খাজাঞ্চী ও বিশ্বনাথ-অলংকারী সড়কে নির্ধারিত ১০ টাকার ভাড়া ১৫ টাকা, ১৫ টাকার ভাড়া ২০ টাকা, ২০ টাকার ভাড়া ২৫ টাকা করা হয়েছে। আগামী রবিবার থেকে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া চাওয়া হলে অটোরিকশা স্ট্যান্ড ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, শেখেরগাঁও গ্রামের মখতদির, অংকারী ইউনিয়নের সদস্য ওদুদ মিয়া, বন্ধুয়া গ্রামের হাবিবুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধার সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, রামধানা গ্রামের আব্দুল হেকিম, হারুনুর রশীদ, আবুল কালাম, জানাইয়া নোয়াগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান, আব্দুল গফুর, টেককামালপুর গ্রামের গয়াস মিয়া, শিমুলতলা গ্রামের রইছ আলী, জাপা নেতা আব্দুল হান্নান, ছালেহ আহমদ তোতা, ব্যবসায়ী হোসেন আহমদ, দিলোয়ার হোসেন সজিব, আব্দুর রহমান প্রমুখ।
এমএ/আরআর-১৪