সিলেটের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় ছিলেন আব্দুল হান্নান

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১১, ২০২১
১১:৫৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
১২:২২ পূর্বাহ্ন



সিলেটের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় ছিলেন আব্দুল হান্নান
নাগরিক শোকসভায় বক্তারা

প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আব্দুল হান্নানের নাগরিক শোকসভায় বক্তারা বলেছে, ‘প্রবীণ এই রাজনীতিবিদ  সিলেটে বিভাগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। আজীবন অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে গেছেন।’ বক্তারা আরো বলেন, ‘তাঁর মতো পুরোধা ব্যক্তিত্বকে সম্মিলিতভাবে স্মরণ করতে হবে।‘

শোক সভায় প্রধান বক্তার ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সদ্য প্রয়াত এই প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আব্দুল হান্নান সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন। 

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা ন্যাপের সভাপতি  সৈয়দ আব্দুল হান্নানের স্মরণে এই শোকসভার আয়োজন করে সৈয়দ আব্দুল হান্নান নাগরিক শোকসভা কমিটি, সিলেট। 

শোকসভায় ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বেলেন, ‘সৈয়দ আব্দুল হান্নান জীবনভর মানুষের জন্য রাজনীতি করে গেছেন।  সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাগবে রাজনীতি করেছেন। তিনি ছিলেন প্রগতিশীল রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব।’ 

সভায় সভাপতিত্ব করেন শোকসভা কমিটির আহবায়ক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার আরশ আলী।

শোকসভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব ও জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ। 


ওর্য়ার্কাস পার্টির জেলা সভাপতি সিকান্দার আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য,  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্ল্যাহ শহিদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাম্যবাদী দল সিলেট জেলা সম্পাদক ধীরেন সিং, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জাসদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, সাম্যবাদী দল সিলেট জেলার ভারপ্রাপ্ত সম্পাদক আফরোজ আলী,  গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী,  জাসদ  জেলার সাধারণ সম্পাদক কে. এ কিবরিয়া চৌধুরী, ঐক্য ন্যাপ সিলেট জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান,  ওর্য়াকাস পার্ট (মার্কসবাদী) সভাপতি সিরাজ আহমেদ,  ন্যাপ জেলা সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক  দেবব্রত রায় দিপন , সিপিবি জেলা যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা অ্যাডভোকেট রণেন সরকার রনি প্রমুখ। 

শোকসভায় বক্তারা বলেন,  ‘প্রবীণ এই রাজনীতিবিদ  সিলেটে বিভাগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। তিনি অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে গেছেন আজীবন। তার মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি।

এছাড়াও নাগরিক শোকসভায় আলোচনা করেন সৈয়দ আব্দুল হান্নান এর সহযোদ্ধা, সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আরশ আলী  বলেন, ‘১৯৭০ সালে প্রাদেশিক নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। এরপর থেকে আজীবন তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন।’

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা ন্যাপের সভাপতি, প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হান্নান গত মঙ্গলবার (৩১আগস্ট) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


এএফ/০৪