একের পর এক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে : প্রবাসীকল্যাণমন্ত্রী

গোয়াইনঘাট প্রতিনিধি


সেপ্টেম্বর ১১, ২০২১
১০:৪৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
১১:২২ অপরাহ্ন



একের পর এক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে : প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জনগণ বঙ্গবন্ধুকে ভালোবাসে। বঙ্গবন্ধু দেশের মানুষের কথা ভেবেছেন। জনগণ দেখছে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও দেশের মানুষের জন্য কী করছেন। এটা বলা লাগে না। একের পর এক উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা জানেন, ইতোমধ্যে শেখ হাসিনার সরকার সকলকে ভ্যাকসিনের আওতায় নিয়ে এসেছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ হচ্ছে উপমহাদেশের একটি বৃহৎ সংগঠন। আওয়ামী লীগের কারণে দেশ আজ উন্নয়নের পথে যাচ্ছে। সরকারের পাশাপাশি উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব সকল নেতাকর্মীর। সংগঠন শক্তিশালী থাকলে আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের পরিবর্তন আনার কোনো সুযোগ থাকবে না। তাই আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টারের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলাম। 

এর আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। সেখানে বক্তব্য দেন, গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) মো. তাহমিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব প্রমুখ।

এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম. নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ, যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন, আহমেদ মোস্তাকিন, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সয়ফুল আলম আবুল।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্রী ইমরান আহমদ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন করেন এবং গোয়াইনঘাটের গোয়াইন নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।


এমএম/আরআর-০৩