সিলেটকে ‘দ্বিতীয় বাড়ি’ বলার জায়গা তৈরি করতে চান বিদিশা

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১১, ২০২১
১০:১২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
১০:১২ অপরাহ্ন



সিলেটকে ‘দ্বিতীয় বাড়ি’ বলার জায়গা তৈরি করতে চান বিদিশা

সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি বলার মতো জায়গায় যেতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। তিনি বলেন, ‘সিলেট ছিল এরশাদ সাহেবের দ্বিতীয় বাড়ি। আজকে সিলেটে এসে যে আজকে রিসিপশন পেয়েছে তাতে আমি আবেগাপ্লুত। আমিও যাতে নিজের দ্বিতীয় বাড়ি বলার জায়গায় যেতে পারি সে চেষ্টাই করব।’

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সিলেট সফরে এসে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিলেট-৩ আসনের নির্বাচনে দলের ভরাডুবির জন্য পার্টি চেয়ারম্যানকে দায়ী করে এসময় বিদিশা এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির এখন কি অবস্থা সে বিষয়ে সবাই অবগত আছেন। দলের এখন যিনি চেয়ারম্যান আছেন তিনি কর্মীবান্ধব নন। যার ফলাফল হচ্ছে সিলেটের নির্বাচন। যদি আমাদের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী মধ্যে ভালো সমন্বয় থাকত তাহলে আমরা এই সিটটা হারাতাম না। আমি মনে করি তিনি যদি ঠিকমত সমন্বয় করতে পারতেন তাহলে আমাদের প্রার্থী আতিক আরো বেশি ভোট পেতেন। এবং এই আসনটা আমরা জিততে পারতাম।’

দল বিশৃঙ্খল অবস্থায় রয়েছে দাবি করে বিদিশা বলেন, ‘জাতীয় পার্টির এখন এত বিশৃংঙ্খল অবস্থা যে কোথাও ওয়ার্ড থেকে শুরু করে থানা, উপজেলা কমিটি নেই। এগুলো আমরা নতুন করে পুনর্গঠন করছি।’ দলের পুনর্গঠন তিনি করতে পারেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এরশাদ সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমাদের সন্তান এরিক এরশাদ ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি পুনর্গঠনের। সেখানে রওশন এরশাদকে পার্টির আজীবন চেয়ারম্যান, আমাকে কো চেয়ারম্যান ঘোষণা করা হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ আমাদের সঙ্গে আছেন। সুতরাং আমি কো চেয়ারম্যান হিসেবেই এসেছি এবং সারা বাংলাদেশে পুনর্গঠন শুরু করছি।’

তার এই পুনর্গঠন প্রক্রিয়ায় দলে নতুন করে ভাঙ্গ দেখা দেবে না দাবি করে তিনি বলেন, ‘এরশাদ সাহেবের জাতীয় পার্টি থাকবে। এখানে আলাদা কোনো ভাঙ্গন বা ব্রেকেট বন্দি কোনো জাতীয় পার্টি হবে না।’ সিলেটের সব নেতাকর্মী তার সঙ্গে আছেন বলে এসময় দাবি করেন বিদিশা এরশাদ। 

সিলেট সফরে তার সঙ্গে রয়েছেন এরিক এরশাদ ঘোষিত দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

এ আগে দুপুর ১২টার দিকে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান বিদিশা। সেখান থেকে দুপুর ১টার দিকে হজরত শাহজালাল (র.)-এর মাজারে আসেন তিনি। সেখানে যোহরের নামাজ আদায় ও কোরআন শরিফ পাঠ করার পর মাজারে শিরণি বিতরণ করেন। এরপর দরগাহ গেইটের পাশ্ববর্তী হোটেলে বিশ্রাম করেন এবং হোটেলে অবস্থানকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতিবিনিময় করেন।

আজ রাত ৮টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা বিদিশার।


এএফ/০৩