বিশ্বনাথ প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
০১:১৬ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে আবদুর রহমান তাহসিন নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের দোয়ারিগাঁও গ্রামের বাহরাইন প্রবাসী আবদুল মানিকের ছেলে।
শুক্রবার (১০ সেপ্টেবর) বিকেল ৪টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের দোয়ারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অন্যদের সঙ্গে খেলা করছিল তাহসিন। এ সময় তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে বসতঘরের পূর্বদিকের পুকুরের পানিতে তাহসিনের নিথর দেহ ভাসতে দেখেন বাড়ির লোকজন। সেখান থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. চমক আলী জানান, সবার অগোচরে পানিতে ডুবে শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ডাক্তার বলেছেন, শিশুটির পেটে বেশি পানি ঢুকে পড়ায় সে মারা যায়। ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা তারা গ্রহণ করবেন।
এমএ/আরআর-০৫