সিলেটে জাতিসংঘ শান্তিদূত ড. শরণপাল মহাথেরোর উপহার বিতরণ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১১, ২০২১
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন



সিলেটে জাতিসংঘ শান্তিদূত ড. শরণপাল মহাথেরোর উপহার বিতরণ

সিলেট বৌদ্ধ বিহার প্রাঙ্গনে উপহার বিতরণ করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।


করোনাভাইরাস কোভিট-১৯ এর মহামারীতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের এই কঠিন সময়ে "ধম্মকথা" বৌদ্ধ অনলাইন মুখপত্র'র সম্পাদক, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়ার গরীব, অসহায়, প্রতিবন্ধীদের মাঝে মানবিক উপহার বিতরণের চলমান কার্যক্রমে সাড়া দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত কানাডা প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নন্দিত বৌদ্ধ স্কলার, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গ্লোবাল ইন্টারন্যাশনাল পিচ কমিটির চেয়ারম্যান, জাতিসংঘ শান্তিদূত ড. শরণপাল মহাথের। তাঁর দেওয়া মানবিক উপহার আজ শুক্রবার, সিলেট বৌদ্ধ বিহার এলাকা খাদিম কল্লগ্রাম সহ আরো কয়েকটি এলাকায় গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। 

সিলেট বৌদ্ধ বিহার প্রাঙ্গনে উপহার বিতরণ করেন প্রধান অতিথি সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। খাদিমনগরের কল্লগ্রামে উপহার বিতরণ করেন প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমেদ শিপলু।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পোমরার পুলিন দীপ্তি স্মৃতি বৃত্তি কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক যীশু বড়ুয়া উপহার বিতরণের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন লেখক-সাংবদিক বিপ্লব বড়ুয়া, রিগ্যাল রাইট ফাইটিং অর্গানাইজেশন এর সভাপতি সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি  অরুণ বিকাশ চাকমা, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর মো. আবু তাহের, খাদিমপাড়ার মো. ফখরুল ইসলাম দুলু, সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, সিলেট বৌদ্ধ সমিতির সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, শিক্ষা সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, সুভলব বড়ুয়া, জয়ধন বড়ুয়া, ত্রিদ্বীব বড়ুয়া টিংকু, লিটন বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমুখ।

সিলেট অঞ্চলের ১১৫ হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক উপহার দেওয়ায় ড. শরণপাল মহাথেরের প্রতি ধন্যবাদসহ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা।

এএন/১২