সিলেট ক্লাবের সুইমিং পুল উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক


সেপ্টেম্বর ১১, ২০২১
১২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
০১:০১ পূর্বাহ্ন



সিলেট ক্লাবের সুইমিং পুল উদ্বোধন


সিলেট ক্লাব লিমিটেডের নিজস্ব সুইমিং পুল উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ক্লাব প্রেসিডেন্ট আফজল রশীদ চৌধুরী সিলেট ক্লাবের সাবেক প্রেসিডেন্টদের নিয়ে ফিতা  কেটে সুইমিং পুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

প্রায় ৩৫ ফুট প্রস্ত ৫০ ফুট দীর্ঘ এই সুইমিং পুলটি সিলেটে বেসরকারী ভাবে নির্মিত সুইমিং পুলের মধ্যে সর্ববৃহৎ। বৃহৎ এই পুলের সাথে ছোটদের জন্য একাধিক পুল রয়েছে। এছাড়া একই সাথে সিলেট ক্লাবে ছোনা এন্ড স্টীম ও জাকুজি উদ্বোধন করা হয়। সিলেট ক্লাবের সভ্যরা তাদের পরিবার পরিজন নিয়ে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।

সিলেট ক্লাব লিঃ এর কার্য নির্বাহী কমিটির মেম্বার অ্যাডমিন আলী ওয়াছিকুজ্জামান চৌধুরী অনি জানিয়েছেন শনিবার থেকে সুইমিং পুলটি সভ্যরা ব্যবহার করতে পারবেন এবং পূর্বানুমতি নিয়ে ক্লাবের সভ্য নন এমন কেউ পুলটি ব্যবহার করতে পারবেন।

এএন/১১