কোম্পানীগঞ্জে নারীকে ধর্ষণ, মামা শ্বশুর গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১১, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে নারীকে ধর্ষণ, মামা শ্বশুর গ্রেপ্তার

ফিরোজ মিয়া

সিলেটের কোম্পানীগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তার মামা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার গৃহবধূর অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) ফিরোজ মিয়া (৩৮) নামের ওই ব্যক্তিকে আটক করেন কোম্পানীগঞ্জ থানার এসআই অনীক বড়ুয়া।

গ্রেপ্তারকৃত ফিরোজ মিয়া উপজেলার তৈমুরনগর (ভাংতি) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী মানসিক প্রতিবন্ধী। অভিযুক্ত ফিরোজ মিয়া গৃহবধূর স্বামীর মামা। সেই সূত্রে তিনি প্রায়ই ওই গৃহবধূর স্বামীর বাড়িতে আসা-যাওয়া করতেন। পারিবারিকভাবে সাহায্য করার অজুহাতে সুযোগ পেলেই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন তার মামা শ্বশুর ফিরোজ। গত ১৫ মে ফিরোজ মিয়া রাতের আঁধারে ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন ওই গৃহবধূকে। এরপর থেকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেন ফিরোজ। মামা শ্বশুরের যৌন নির্যাতনে অতিষ্ঠ হয়ে একসময় গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে ঘটনা জানালে তারা ওই গৃহবধূকে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলা ও আসামিকে তাৎক্ষণিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ০৬)। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আর ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।


এমকে/আরআর-০২