সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ কাজ শুরু

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১১, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন



সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ কাজ শুরু

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে এই নির্মাণ কাজ শুরু হয়। এ উপলক্ষে হাসপাতাল নির্মাণের স্থান সিলেটের শহরতলীর ৬ নম্বর টুকের বাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাজির গাঁওয়ে সকাল সাড়ে ১১টায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কিডনী ফাউন্ডেশন সিলেটের মহাসচিব কর্ণেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক, কিডনী ফাউন্ডেশন সিলেটের পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ডা. নাজরা চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা: কাজী মুশফিক আহমদ, পরিচালক ও কো-অর্ডিনেটর ফরিদা নাসরীন, ডা. মো. জাকির হোসেন, স্থপতি মোস্তফা শাহরিয়ার, ডা. এম. এ. মজিদ, স্থপতি জামিউল গণি ওসমানী, প্রজেক্ট ডিরেক্টর নিবাস চন্দ, স্থপতি মো. আরিফ হোসাইন, স্থপতি আহসানুল মুলক, প্রজেক্ট ম্যানেজার ওবায়েদ বিন বাছিত (সুমন), কিডনী ফাউন্ডেশন সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান রাসেল, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ ও কিডনী ফাউন্ডেশন সিলেটের ম্যানেজার আতিকুর রহমান।

জানা যায়, গত বছর ১৭ জানুয়ারি প্রায় আড়াই বিঘা জমির উপর ১০০ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট ১৫০ শয্যার সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

কিডনী ফাউন্ডেশন সিলেটের মহাসচিব কর্ণেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক বলেন, ‘২০১৮ সাল থেকে সিলেটের জনগনের ও কিডনী রোগীদের এক অভ‚তপূর্ব সেবা প্রদান করে আসছে। গতবছর যখন সিলেটে করোনা রোগীদের দুর্ভোগ শুরু হয় তখন কিডনি ফাউন্ডেশন সরকারের সহযোগিতায় ২টি উপজেলা হাসপাতাল যা বন্ধ অবস্থায় ছিল যন্ত্রপাতি, সরঞ্জমাদি, জনবল দিয়ে অতি অল্প সময়ের মধ্যে চালু করে।’

বিএ-১০