সিলেটে জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশের যুবারা

ক্রীড়া প্রতিবেদক


সেপ্টেম্বর ১০, ২০২১
১০:১৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২১
১০:১৯ অপরাহ্ন



সিলেটে জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশের যুবারা

আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ১৬ রানে জয় পেয়েছে মেহরব-প্রান্তিকরা।

টসে জিতে ব্যাট করতে নেমে বড় পুঁজি গড়তে না পারলেও বোলিং নৌপুন্য বাংলাদেশকে জয় এনে দেয়। স্বাগতিকদের সংগ্রহ করা ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বোলারদের তোপের মুখে আফগানরা গুঁটিয়ে যায় ১৩৮ রানে।

শুরুতেই সুলাইমান আরাবজাই ফিরেন রিপন মন্ডলের বলে। দলীয় ১২ রানে ও ব্যক্তিগত ২ রানে সুলাইমানের উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে সফরকারীরা। সুলিমান সুফি ও ইজাজ আহমেদ আজাদ গড়েন ৫২ রানের জুটি। তবে, ২০তম ওভারে ইজাজকে ফিরিয়ে জুটি ভাঙেন বাংলাদেশের অধিনায়ক মেহরব। ইজাজের ব্যক্তিগত সংগ্রহ ১৮ রান।

এরপর দ্রুত ফিরে যান নাজিবুল্লাহ ও সুলিমান। নাইমুর রহমানের শিকার হন ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করা সুলিমান। ব্যক্তিগত ২৬ রানে নেঙ্গালিয়া খান ফেরার পর আর দাঁড়াতে পারেননি কোনো ব্যাটসম্যান।

বাংলাদেশের হয়ে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। ২টি করে উইকেট নিয়েছেন আশিকুর জামান ও নাইমুর রহমান।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক এমএস মেহরব। শুরুতে ভালো করতে না পারলেও তৃতীয় উইকেট জুটিতে ভালো সংগ্রহ এনে দেন উদ্বোধনী ব্যাটসম্যান প্রান্তিক ও আইচ মোল্লা। ২১তম ওভারে দলীয় ৭২ রানে আফগানিস্তানের শাহীদ হাসানির শিকার হন আইচ। তার ব্যক্তিগত সংগ্রহ ৩৮ বলে ২২ রান। প্রান্তিক নওরোজ করেন ৪২ রান।

মিডল অর্ডারে নেমে অধিনায়কোচিত ইনিংস খেলেন মেহরব। ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এছাড়া আর কোনো বাংলাদেশির ব্যাট থেকে উল্লেখযোগ্য রান আসেনি। ২৫তম ওভারে প্রান্তিকের বিদায়ের পর একপ্রান্ত ধরে রাখার চেষ্টায় ছিলেন মেহরব।

কিন্তু, আফগান বোলারদের তোপে একে একে ফিরেন প্যাভিলিয়নে। ৩৮.৩ ওভারে ১৫৪ রান করে গুঁটিয়ে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

তবে, বাংলাদেশি বোলারদের বোলিং নৌপুণ্যে ১৬ রানের জয় নিশ্চিত করে যুবারা। আফগানিস্তানের বিলাল সামি ৬ ওভার ৩ বলে ২১ রান খরব করে ৪ উইকেট শিকার করেন। শহীদ হাসানি ৩ ও ইজমারুল নেন ২ উইকেট। প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহরব হাসান।

সিরিজের পরবর্তী চারটি ম্যাচ ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চার দিনের ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান।

আগস্টে তালেবানের দখলে যাওয়া আফগানিস্তানের ক্রিকেট নিয়ে একধরনের অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষে ৪ সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখে আফগানিন্তান অনূর্ধ্ব-১৯ দল।

এসএইচ/আরসি-১০