শাবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২১
০৯:৪৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২১
০৯:৪৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( শাবিপ্রবি) অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়ের জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সেমিনারে এলামনাইয়ের সাধারণ সম্পাদক কাসমির রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন এলামনাইয়ের সভাপতি মোছলেহ উদ্দিন আহম্মদ খুশবু।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মোখলেছুর রহমান, ফিন্যান্স মিনিস্ট্রির ডেপুটি সেক্রেটারি মোস্তফা মোরশেদ, হেল্প লাইন গ্লোবাল এডুকেশন কন্সাল্টের সিইও মোখলেছুর রহমান মিন্টু, এএসপি মো. সম্রাট তালুকদার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুল হাকিম। এতে ক্যারিয়ারের বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শাবিপ্রবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশত গ্রাজুয়েট ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিশেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এইচ এন/বি এন-০৯