‘একই বুলি বারবার আওড়ান কাদের’

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১০, ২০২১
০৮:১২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২১
০৮:১২ অপরাহ্ন



‘একই বুলি বারবার আওড়ান কাদের’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতার বিখ্যাত সিনেমা 'গুপী গাইন বাঘা বাইন'র দুই চরিত্রের মতো একই বক্তব্য বারবার আওড়ান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, "ওবায়দুল কাদের প্রতিনিয়ত জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে একই কথা বারবার বলেন। এটা তাঁর দৈনিক রুটিন হয়ে গেছে।' তিনি বলেন, 'ওবায়দুল কাদের কলকাতার বিখ্যাত 'গুপী গাইন বাঘা বাইন' সিনেমার মতো একই বক্তব্য বারবার দেন।"

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার বিষয় উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, 'বর্তমান সরকার সাংবাদিকদের কণ্ঠরোধ করেছে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে। যেসব সাংবাদিক দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে চান তাঁদের এ আইন দিয়ে হয়রানি করা হয়।'

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।

আরসি-০৭