সিলেটে শেষ হলো গণটিকা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১০, ২০২১
০৪:১৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২১
০৪:২০ পূর্বাহ্ন



সিলেটে শেষ হলো গণটিকা কার্যক্রম

সিলেট নগরে তিন দিনব্যাপী গণটিকা কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) শেষ দিনে ১৭ হাজার ২৮৯ জনকে দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। 

সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার ১৯ হাজার ৩৯৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও ১৭ হাজার ২৮৯ জনকে দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হয়। এদের মধ্যে ৮ হাজার ৭৪৫ জন পুরুষ এবং ৮ হাজার ৫৪৪ জন নারী। তিনদিনে নগরে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয় ৬৫ হাজার ১৬৯ জনকে। আর গণটিকার আওতায় প্রথম ডোজ দেওয়া হয়েছিল ৬৬ হাজার ৪৪৬ জনকে। 

গত ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় গণটিকার আওতায় ২ লাখ ৭৮ হাজার ৮১১ জন প্রথম ডোজ টিকা নেন। গত ৭ সেপ্টেম্বর বিভাগের চার জেলায় এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এ দিন দ্বিতীয় ডোজ টিকা নেন ২ লাখ ৫ হাজার ৫৮৬ জন মানুষ। তবে প্রথম ডোজের মতো সিলেট সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় ডোজও দেওয়া হয় তিনদিন।

বৃহস্পতিবার গণটিকার শেষদিনে নগরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, গত দুই দিনের মতো শেষ দিনেও কেন্দ্রে টিকা গ্রহীতাদের চাপ ছিল কম। কোনো কোনো কেন্দ্রে টিকাগ্রহীতাদের ছোট লাইন দেখা গেছে। তবে টিকা দিতে এসে কোনো ভোগান্তি পোহাতে হয়নি তাদেরকে। এর আগে প্রথম ডোজ প্রদানকালে কেন্দ্রে গিয়ে টিকা না পাওয়া, স্বজনপ্রীতি ও ভোগান্তিরে অভিযোগ জানিয়েছিলেন নগরবাসী। 

শেষ দিনে দ্বিতীয় ডোজ টিকা নিতে গ্রহণ করে নগরের অধিবাসী সালমা বেগম বলেন, ‘ভোগান্তি ছাড়া দ্রæত টিকা নিতে পেরে খুব খুশি লাগছে। এর আগে প্রথম ডোজ টিকা নিতে কয়েকঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছিল।’

গণটিকায় প্রথম ডোজের চেয়ে দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ছিল কম। সংশ্লিষ্টরা বলছেন, প্রথম ডোজ যখন দেওয়া হয় তখন কঠোর বিধি-নিষেধ ছিল। যার কারণে অনেকেই নিজ বাড়িতে অবস্থান করেছেন। কিন্তু বর্তমানে জনজীবন স্বাভাবিক হওয়ায় সিলেটে ছেড়েছেন অনেকেই। তাই দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা কম। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘অনেকেই সিলেটে না থাকায় দ্বিতীয় ডোজ হয়ত নিতে পারেননি। তবে সিলেটের বাইরে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তাদের অনেককেই আমরা বিশেষ বিবেচনায় দ্বিতীয় ডোজ টিকা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘যারা গণটিকার দ্বিতীয় ডোজ নিতে পারেননি। তাদের আগামী শনিবার থেকে সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। বিশেষ ব্যবস্থায় নগর ভবনে শিক্ষার্থী, শিক্ষক, বিদেশগামী ও জরুরি প্রয়োজন যাদের আছে তাদের শনিবার থেকে টিকা দেওয়া হবে।’

এনএইচ/আরসি-০২