গোলাপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১০, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়

সিলেটের গোলাপগঞ্জে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম চালুকরণের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, এমসি একাডেমীর অধ্যক্ষ সুজিত তালুকদার এবং ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন। এছাড়া মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রত্যেক প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকদের মাঝে গাছ এবং মাস্ক বিতরণ করা হয়।


এফএম/আরআর-১৩