ওসমানীনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে'র প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াফর আলীর পারিবারিক অর্থায়নে এলাকার ৪০টি পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ২ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসাসেবা ও ৩ জন শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে গোয়ালাবাজারে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও দৃষ্টি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত খাদ্যসামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউসুফ আলী।
রামিশা আঞ্জুম বন্যার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ইয়াফর আলীর বড়ভাই গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মিয়াফর আলী, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও দৃষ্টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুমেল আহমদ, সিআরপি হিয়ার প্রকল্প কর্মকর্তা গিয়াস উদ্দিন আহমদ, দৃষ্টি ফাউন্ডেশনের সুনিয়া খানম প্রমুখ।
ইউডি/আরআর-১২