শাবিতে লেখক ভট্টাচার্যের জন্মদিন উদযাপন

শাবি প্রতিনিধি


সেপ্টেম্বর ১০, ২০২১
০১:১১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২১
০১:১১ পূর্বাহ্ন



শাবিতে লেখক ভট্টাচার্যের জন্মদিন উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিন উদযাপন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান এবং উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর নেতৃত্বে দিনটি উদযাপন করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে কেক কেটে জন্মদিন উদযাপন করেন নেতৃবৃন্দ। এ সময় দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার এবং ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সাবেক সদস্য কাউসার আহমেদ কাইফ, সমাজবিজ্ঞান অনুষদের সহ-সভাপতি আলি আযম রাজু, ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সভাপতি সাদ্দাম হোসেন লিখন, সমাজকর্ম বিভাগের সহ-সভাপতি নাজমুল করিম, জিইই বিভাগের সভাপতি সাজ্জাদ রাজু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহ-সভাপতি পাপলু দাস, লোকপ্রশাসন বিভাগের সহ-সভাপতি ইমামুল হোসেন হৃদয়, বাংলা বিভাগের যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ চিনু, কর্মী সাজিদুল ইসলাম সাজিদ, অমিত, শ্রাবণ, বেনজিরসহ নেতাকর্মীরা।


এইচএন/আরআর-১০