ভেজালবিরোধী অভিযান: জিন্দাবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১০, ২০২১
১২:১৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২১
১২:১৬ পূর্বাহ্ন



ভেজালবিরোধী অভিযান: জিন্দাবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বিভিন্ন অনিয়মের দায়ে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব। এসময় ৪টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‍্যাব-৯।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জিন্দাবাজার এলাকায় এই ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯ এর ৩৭ ধারায় মাদানি জর্দ্দা স্টোর, রায়হান ভ্যারাইটিজ স্টোর ও উত্তম স্টোরকে ৫ হাজার টাকা করে ও সুমি স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর মেজর মাহফুজুর রহমান এবং সিনিয়র এএসপি লুৎফুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।

বিএ-০৮