নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৯, ২০২১
১১:৪৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২১
১১:৪৯ অপরাহ্ন
র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচাল না করা হয়েছে। আজ বৃৃহস্পতিবার বেলা ১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সিলেট নগরের বন্দরবাজার হকার্স মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, অভিযান কালে বিষাক্ত পানমসলা ও ভেজাল শিশুখাদ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।
এসময় বিপুল পরিমাণ পানমসলা, জর্দা, ভেজাল শিশু খাদ্য (চকলেট, বিস্কুট) জব্দ করে তা ধংস করা হয়। একই সঙ্গে শিশুর খাদ্যে প্রলোব্ধ করতে খেলনা ফ্রি রাখায় তা জব্দ করা হয়।
অভিযানে র্যাবের পক্ষ থেকে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমানসহ র্যাব সদস্যরা।
র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, ভেজালের বিরুদ্ধে ভোক্তা অধিকারকে সাথে নিয়ে র্যাবের অভিযান চলছে। খাদ্যে ভেজাল ঠেকাতেই এ অভিযান। ভেজাল খাদ্যের বিরুদ্ধে র্যাব সক্রিয় অবস্থানে থাকবে।
বিএ-০৭