ফেঞ্চুগঞ্জে কমছে করোনার সংক্রমণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৯, ২০২১
১১:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২১
১১:২৪ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে কমছে করোনার সংক্রমণ

সারা দেশের ন্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জে করোনা শনাক্তের হার কমতে শুরু করেছে। গত তিন সপ্তাহ ধরে এ উপজেলায় করোনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যায় নিম্নগতি পরিলক্ষিত হচ্ছে। সর্বশেষ এক দিনের নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে জানা গেছে, উপজেলায় মাত্র ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট শনিবার করোনা পরীক্ষার জন্য ২৩ জনের নমুনা সিলেটে পাঠানো হয়। এতে কারও করোনা পজিটিভ রিপোর্ট আসেনি। এরপর গত ১ সেপ্টেম্বর ২১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠালে ৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। তাদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ২ জন।


এসএ/আরআর-০৮