বালাগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৯, ২০২১
০৯:৩২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২১
০৯:৩২ অপরাহ্ন
সিলেটের বালাগঞ্জ উপজেলায় কামরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে বালাগঞ্জ থানার পুলিশ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী ওসমানীনগর উপজেলার মির্জাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের আরপান আলীর ছেলে।
এর আগে গত ৪ আগস্ট মামলার প্রধান আসামি সুরত আলীর স্ত্রী সেজিনা আক্তার সুজিনাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামে কামরুল হাসান (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। গত ১ আগস্ট কামরুলের ভাই এমরান মিয়া বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসএ/আরআর-০১