নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৯, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে ৭৫ বছর বয়সী বিধবা এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে সেবুল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের মখলিছ মিয়ার ছেলে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
জানা যায়, উপজেলার উসমানপুর এলাকার ছেলে সন্তানহীন এক বিধবা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি নিজ বাড়িতে একাই জীবন যাপন করতেন। এই সুযোগে গত মঙ্গলবার ভোরে সেবুল মিয়া বৃদ্ধার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের শিকার বৃদ্ধা চিৎকার শুরু করলে সেবুল মিয়া কাপড় রেখে বিবস্ত্র অবস্থায় পালিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয়দের অবগত করে নির্যাতিতা গতকাল বুধবার বিকেলে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সেবুল মিয়াকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, ‘নির্যাতিতা বৃদ্ধাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) প্রেরণ করা হয়েছে। সেবুল মিয়াকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হবে।’
বিএ-১০