নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে নিয়ম মানা আবশ্যক

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৮, ২০২১
১১:৫৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২১
১১:৫৫ অপরাহ্ন



নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে নিয়ম মানা আবশ্যক
ওসমানীতে গণশুনানী অনুষ্ঠিত

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে অনুষ্ঠিত এই শুনানীতে বক্তারা বলেছেন, ‘বিমানবন্দর হয়ে যাতায়াতকারী দেশি-বিদেশি সব যাত্রীকে যথাযথ নিয়ম মেনে যাতায়াত করতে হবে। নিরাপত্তার স্বার্থে ভিভিআইপি ব্যক্তি ছাড়া সবার ক্ষেত্রে তল্লাশির নিয়ম সমান। এমনকি বিমানবন্দরে চাকরিরত কোনো কর্মকর্তা এ সব নিয়মের বাইরে নন।’

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদের সভাপতিত্বে গণশুনানীতে আরও বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ার লাইনসের স্টেশন ম্যানেজার চৌধুুরী মো. ওমর হায়াত, বিমানবন্দরের সিকিউরিটি অফিসার ও ক্যাব এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক (এটিএম) মাহমুদ আখতার হোসেন, কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা মো. হাফিজুর রহমান খান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের কাজী ওয়াহিদুর রহমান, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ফখরুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দৈনিক সিলেট মিরর এর নিজস্ব প্রতিবেদক নাবিল হোসেন প্রমুখ।

লন্ডনগামী একটি ফ্লাইটের যাত্রী এবং কাতারগামী অন্য আরেকটি ফ্লাইটের যাত্রী গণশুনানীতে অংশ নেন। তাদের কিছু সমস্যার বিষয়ে জানতে চাইলে উপস্থিত কর্মকর্তারা তা সমাধানের উদ্যোগ নেওয়া নেন।

বিমানবন্দরে বিভিন্ন সময় সংঘটিত অনাকাঙ্খিত ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাফিজ আহমদ বলেন, ‘আন্তর্জাতিক নিয়মকানুন মেনে ওসমানী বিমানবন্দরে যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। তাই, কখনও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যাত্রীদের আলাদা সুবিধা দেওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘বিদেশগামী কোনো যাত্রীকে রেখে একটি বিমানও ছেড়ে যায় না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান ছাড়ার এক ঘণ্টা আগে কাউন্টার বন্ধ করতে হয়। তাই, সময়মতো যাত্রীরা বিমানবন্দরে পৌঁছাতে ব্যর্থ হলে কিছু করার থাকে না।’ তবে, বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা যাত্রীদের যথাযথ সেবা দিতে আন্তরিক।

মালামাল বহনের ক্ষেত্রে যাত্রীদের বোর্ডিং নিয়ম মেনে যাতায়াতের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ অতিরিক্ত মালামাল নিতে করতে চাইলে নির্ধরিত ফি প্রদান করতে হবে। বিমানবন্দরে রওয়ানা দেওয়ার আগে লাগেজের ওজন ও অতিরিক্ত মালামালের জন্য প্রয়োজনমতো অর্থের ব্যবস্থা রাখতে হবে।’ বিমানবন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা জোরদার রয়েছে বলে উল্লেখ করেন হাফিজ আহমদ।

বিমান বাংলাদেশের স্টেশন ম্যানেজার ওমর হায়াত বলেন, ‘আন্তর্জাতিক ফ্লাইট যথাযথ সময়ে ছাড়তে হয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইট না পৌঁছালে বড় অঙ্কের জরিমানা গুণতে হয়। তাই, ফ্লাইট ছাড়ার ক্ষেত্রে বিলম্বের সুযোগ নেই।’

বিএ-০৬