নতুন নেতৃত্বে এমসিডিএস : সভাপতি সাইফুর, সম্পাদক রজত

এমসি কলেজ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৮, ২০২১
১১:৩৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২১
১১:৩৫ অপরাহ্ন



নতুন নেতৃত্বে এমসিডিএস : সভাপতি সাইফুর, সম্পাদক রজত

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বিতার্কিকদের সংগঠন মুরারিচাঁদ ডিবেটিং সোসাইটি'র (এমসিডিএস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কলেজ প্রশাসনের অনুমতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

২০২১-২২ বছরের জন্য গঠিত এ কমিটির সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে মীর সাইফুর রহমানকে আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে  রজত দাসকে।

১ বছর মেয়াদী এ কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. মিসবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মিশু, অর্থ সম্পাদক ইশরাত চৌধুরী, প্রকাশনা সম্পাদক সানজিদা জাহান প্রিমা, সহ-প্রকাশনা সম্পাদক অর্পি দে ও সালমান আহমদ, দপ্তর সম্পাদক মিফতাহুল জান্নাত উর্বী এবং সহ-দপ্তর সম্পাদক আমজাদ হোসেন জিলানী।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- রাহিমা আহমেদ শিমু, নবিল হোসাইন মুবিন, বুশরা সাদিয়া ইমা, মাহজাবিন পিয়া, ইশরাত জাহান, রিমি তিশা, আরা প্রীতি, ইমাদ উদ্দিন এবং হিরাত রহমান।

উল্লেখ্য, 'যুক্তির শানিত স্রোতে সৃজিত সৃষ্টির মহাকাল' স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে সিলেটের শতবর্ষী কলেজে যাত্রা শুরু করে এমসিডিএস। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নিজেদের সেরাটা দিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক সফলতা নিয়ে আসছে।


এএ/আরআর-০৭