জেলার শ্রেষ্ঠ এসআই গোয়াইনঘাটের লিটন

গোয়াইনঘাট প্রতিনিধি


সেপ্টেম্বর ০৮, ২০২১
০৬:১৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২১
০৬:৩২ অপরাহ্ন



জেলার শ্রেষ্ঠ এসআই গোয়াইনঘাটের লিটন

সিলেট জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়।

জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম আগস্ট মাসের সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়কে এ সম্মাননা প্রদান করেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় বলেন, এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ গোয়াইনঘাট থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।

গোয়াইনঘাটের সকল পুলিশ সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়।

পুরস্কারের জন্য মনোনীত করায় সিলেট জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, গোয়াইনঘাট থানার জন্য এটি বড় একটি সাফল্য। থানার সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই অর্জন।

জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় লিটনকে অভিনন্দন ও শুভ কামনা।

এম এম/বি এন-০১