নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৮, ২০২১
০২:৫১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন
সিলেট বিভাগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর ভেজাল বিরোধি যৌথ অভিযানে ৩ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযান চালায় র্যাবের আলাদা আলাদা ইউনিট।
এ সময় নগরের বন্দরবাজারের সিটি হার্ট রেস্টুরেন্ট, পাকসী রেস্টুরেন্ট, পড়শী রেস্টুরেন্ট, হবিগঞ্জে হাইওয়ে সড়কের পাশে অবস্থিত মাধবপুরের হোটেল ইন, আল আমিনসহ বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা গুণতে হয়েছে।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফজুর রহমান।
এতে বলা হয়, আজ সিলেট নগরে অভিযানে বন্দরবাজারের তিন রেস্টুরেন্টসহ চার প্রতিষ্ঠানকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সিটি হার্ট রেস্টুরেন্টকে ৫০ হাজার, পড়সী রেস্টুরেন্টকে ৭৫ হাজার, পাকশী রেস্টুরেন্টকে ৬০ হাজার ও হট ফুডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর সদর কোম্পানীর মেজর মাহফুজুর রহমান ও সিনিয়র এএসপি লুৎফুর রহমান এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।
একইদিন হবিগঞ্জে পৃথক অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ্ববর্তী হোটেল হাইওয়ে ইনসহ চার প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মাধবপুরের হোটেল হাইওয়ে ইনকে ৫০ হাজার, ফুড গ্যালারীকে ১০ হাজার, হোটেল আল আমিনকে ৩০ হাজার, বাহুবলের বাঁশপাতা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের দেবানন্দ সিনহা।
বিকেলে মৌলভীবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একটি বেসরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ১০ হাজার টাকা এবং একটি বেকারিতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও ভোক্তা অধিপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন।
দুপুরে সুনামগঞ্জের ছাতক গোবিন্দগঞ্জ বাজারে অভিযানে চার প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বনফুল এন্ড কোম্পানীকে ৫ হাজার, নিউ ডায়না রেস্টুরেন্টকে ৬ হাজার, বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১ হাজার ও জনসেবা ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার সিঞ্চন আহমেদ এবং ভোক্তা অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম নেতৃত্ব দেন।
বিএ-০৮