ওসমানীনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৮, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সঙ্গে উপজেলা প্রেসক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলার নবাগত ভূমি কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক জামান ফরহাদ, নির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন ও সিতু সূত্রধর।
সভায় নবাগত ইউএনও প্রশাসনিক সকল কর্মকাণ্ড পরিচালনায় উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রশাসনের নীতিগত সকল কর্মকাণ্ডের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি প্রশাসন থেকে সাংবাদিকদের সকল ধরনের তথ্যপ্রাপ্তি নিশ্চিতসহ সার্বিক সহযোগিতার জন্য ইউএনও’র প্রতি অনুরোধ জানান।
ইউডি/আরআর-১২