ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৭, ২০২১
১১:৩৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
১১:৩৭ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় করোনা প্রতিরোধে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন মিলিয়ে ৬০০ জন করে মোট ৩ হাজার মানুষের জন্য টিকা বরাদ্দ রয়েছে। তার মধ্যে আজ ২ হাজার ৬৭০ জন টিকা নিয়েছেন।
এর আগে গত ৭ আগস্ট ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রথম ডোজ হিসেবে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় ১ মাস পরে যথারীতি সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকে মানুষজন প্রখর রোদে টিকা নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। টিকা নেওয়ার জন্য মানুষের মাঝে বেশ আগ্রহ দেখা গেছে।
টিকা নিতে আসা ব্যবসায়ী তোরাব আলী বলেন, লম্বা লাইনে দাঁড়িয়ে টিকা নিতে হয়েছে। আগে মানুষের টিকা নিতে তেমন আগ্রহ ছিল না। অথচ আজ প্রখর রোদে দাঁড়িয়েও শত শত মানুষ টিকা নিচ্ছেন।
টিকা নিতে আসা কচুয়াবহর গ্রামের ছমির মিয়া বলেন, ১ মাসে আগে প্রথম ডোজ নিয়েছিলাম। আজ দ্বিতীয় ডোজ নিতে এসেছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ইপিআই) নেহার রঞ্জন পাল বলেন, আজ আমাদের টার্গেট ছিল ৩ হাজার মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া। কিন্তু সবাই আসেননি। ২ হাজার ৬৭০ জন এসেছেন। বাকিরা যখন আসবেন, টিকা নিতে পারবেন।
এসএ/আরআর-০৬