জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৭, ২০২১
১০:২৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
১০:২৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রমজান-রূপজান বাগেরখাল একাডেমিতে (স্কুল অ্যান্ড কলেজ) নবনির্মিত ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ও ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিক আহমদ।
দীর্ঘ দিন থেকে ফতেপুর ইউনিয়নের প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিৎ এই শিক্ষাপ্রতিষ্ঠান অত্র অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে। উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে বার বার উপজেলায় প্রথম সারিতে নিজের অবস্থান ধরে রাখছে প্রতিষ্ঠানটি। কিন্তু প্রতিষ্ঠানটির প্রবেশপথে ফটক না থাকায় এর পরিচিতি ফুটে উঠছিল না।
অবশেষে প্রতিষ্ঠানটির পরিচিতি তুলে ধরার জন্য বর্তমান পরিচালনা কমিটির সভাপতি, আজীবন দাতা সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী, দানশীল ব্যক্তি ও শিক্ষানুরাগী মো. রফিক আহমদের নিজ অর্থায়নে ২ লাখ টাকা ব্যয়ে প্রবেশপথে ফটক নির্মাণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তিনি নিজেই আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে রমজান-রূপজান বাগেরখাল একাডেমীর (স্কুল অ্যান্ড কলেজ) নবনির্মিত ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, হরিপুর বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, ফয়জুল হক, ইলিয়াছ আহমদ, আহমদ আলী, আবুল মিয়া, সামছুল আজাদ প্রমুখ।
প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা কমিটির সভাপতি মো. রফিক আহমদ বলেন, আমি প্রতিষ্ঠানটির পরিচিতি তুলে ধরার চেষ্টা করছি মাত্র। যতদিন বেঁচে থাকব, সমাজে সুশিক্ষার আলো ছড়ানো এসব প্রতিষ্ঠানের জন্য নিরলসভাবে কাজ করে যাব।
আরকে/আরআর-০২