সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৭, ২০২১
০৯:০৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
০৯:১১ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান, গণপরিষদের সাবেক সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম অ্যাডভোকেট লুৎফুর রহমান ও রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহিজুল ইসলাম চৌধুরীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বাদ যোহর মাতৃমঙ্গল হাসপাতাল মসজিদে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কেওয়া পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাবির আহমদ।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বাংলাদেশ রেড ক্রিসেন্টের এডহক বোর্ড মেম্বার আব্দুল জব্বার জলিল, সিলেট প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুর রশিদ রেনু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান বাবুল, কার্যকরী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, মো. সোয়েব আহমদ, মো. মজির উদ্দিন, মস্তাক আহমদ পলাশ, এ জেড রওশন জেবিন রুবা, মাতৃমঙ্গল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. নুরুল আলম খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ফারহান আমির জামান, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, সাংবাদিক নাজমুল কবীর পাভেল, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য তোজাম্মেল হক তাজুল, কিশোর ভট্টাচার্য্য জনি, রেড ক্রিসেন্টের কোভিড-১৯ রেসপন্স টিমের প্রধান মো. নাজিম খান, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী, বিভাগীয় প্রধান মুজিব খান ফাহিম, যুব সদস্য সুমিত অধিকারী, মাজহারুজ্জামান খান, মুক্তাদিজ্জামান, আবু জাকেরিন, ইয়া সুলতানা মৌসুমী প্রমুখ।
এএন/০১