সিলেট নগরে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান চলছে

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৭, ২০২১
০৩:৪৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
০৩:৫২ অপরাহ্ন



সিলেট নগরে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান চলছে

আজ মঙ্গলবার থেকে সিলেটসহ সারাদেশের কোভিড-১৯ টিকা ক্যাম্পেইন (গণটিকার) দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। সকাল ৯টা থেকে নগরের ৮১ কেন্দ্রে এই এই টিকা দেওয়া হয়েছে। যারা গত ৭ আগস্ট গণটিকার আওতায় প্রথম ডোজ নিয়েছিলেন তারাই আজ টিকা দ্বিতীয় ডোজ টিকা পাচ্ছেন। 

সকাল থেকে নগরের বিভিন্ন টিকাকেন্দ্র ঘুরে যায়, প্রথম ডোজ গ্রহণের সময় মানুষের যে ভিড় ছিল আজ চিত্র ঠিক তার বিপরীত। বেশিরভাগ টিকাকেন্দ্রই ছিল ফাঁকা। যারাই আসছেন তারা দ্রুত সময়ের মধ্যে টিকা দিয়ে ফিরে যাচ্ছেন। 

নগরের কাজীটুলা সূর্যের হাসি ক্লিনিক কেন্দ্রে টিকা দিয়েছেন সিরাজ মিয়া। তিনি সিলেট মিররকে বলেন, 'টিকা দিতে বেশি সময় লাগেনি। আগেরবার যে কষ্ট এবার তা হয়নি।'

তবে গত ৮ এবং ৯ আগস্ট যারা গণটিকার আওতায় প্রথম ডোজ নিয়েছিলেন তাদের অনেকেই আজ ভিড় জমিয়েছেন দ্বিতীয় ডোজের জন্য। তবে তাদের আজ টিকা দেওয়া হয়নি। 

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, 'যারা ৭ আগস্ট প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের আজকে দেওয়া হচ্ছে। যারা ৮ বা ৯ আগস্ট নিয়েছেন তাদের আগামীকাল ও পরদিন দেওয়া হবে। নির্দিষ্ট দিন ব্যাতিত কাউকে টিকা দেওয়া হবে না। এ বিষয়ে আমরা মাইকিং করে নগরজুড়ে প্রচারণা চালিয়েছি।'

এনএইচ/আরসি-০৫