সিলেটে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৭, ২০২১
০৬:২০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
০৬:২০ পূর্বাহ্ন



সিলেটে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আজ
দ্বিতীয় ডোজ পাবেন দুই লক্ষাধিক মানুষ

সিলেট বিভাগের চার জেলায় আজ মঙ্গলবার গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। বিভাগে গত ৭ আগস্ট গণটিকার আওতায় ২ লাখ ৩৫ হাজার ১১৮ জনকে প্রথম ডোজ দেওয়া হয়। আজ তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ গ্রহণের কেন্দ্রেই দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে। 

তবে সিলেট সিটি করপোরেশন এলাকায় আজ ছাড়াও আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কারণ এখানে প্রথম ডোজও দেওয়া হয়েছিল তিনদিন। 

গত ৭ আগস্ট সিলেটের চার জেলায় ৫৯৫টি কেন্দ্রে গণটিকার প্রথম ডোজ দেওয়া হয়। দ্বিতীয় ডোজও এসব কেন্দ্রে দেওয়া হবে। যারা যেদিন যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে একই কেন্দ্রে একই দিনে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে হবে। জেলা-উপজেলায় দ্বিতীয় ডোজ শুধুমাত্র মঙ্গলবারই দেওয়া হবে। তবে যারা এ দিন টিকা নিতে পারবেন না তারা পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে টিকা পাবেন। 

জানা গেছে, গণটিকার জন্য সিলেট জেলায় কেন্দ্র আছে ৩০৩টি। এ ছাড়া সুনামগঞ্জে ৯৭টি, হবিগঞ্জে ৮৩টি এবং মৌলভীবাজার জেলায় আছে ১১২টি। এসব কেন্দ্রের মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকার কেন্দ্রগুলোতে দেওয়া হবে মডার্নার টিকা আর জেলা-উপজেলায় দেওয়া হবে সিনোফার্মের টিকা। 

সিলেট সিটি করপোরেশন এলাকায় গত ৭ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত তিনদিন ৮১টি কেন্দ্রে গণটিকার প্রথম ডোজ দেওয়া হয়। এবারও সিটি করপোরেশন এলাকায় তিনদিন চলবে গণটিকার দ্বিতীয় ডোজ। গত ৭, ৮ ও ৯ আগস্ট যারা যে কেন্দ্রে জাতীয় কোভিড-১৯ টিকা ক্যাম্পেইনে মডার্নার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন তারা প্রথম ডোজের তারিখের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার এবং পরদিন বৃহস্পতিবার ওই কেন্দ্রে মর্ডানার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। 

সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা গ্রহণ করতে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র ও কেন্দ্র থেকে দেওয়া টিকাকার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই জাতীয় কোভিড-১৯ টিকার ক্যাম্পেইনের এই ধাপে কেউ টিকার প্রথম ডোজ দিতে পারবেন না। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘আগামীকাল থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজের মতো নগরের ৮১টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রথম ডোজের কেন্দ্রেই দ্বিতীয় ডোজ নিতে হবে। কেন্দ্র পরিবর্তন করে টিকা নেওয়ার কোনো সুযোগ নেই।’ 

নির্দিষ্ট দিনে কেউ টিকা নিতে না পারলে তারা কীভাবে টিকা পাবেন জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট দিনেই দ্বিতীয় ডোজ নিতে হবে।’

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘জেলা-উপজেলায় বিশেষ কারণে নির্দিষ্ট দিনে কেউ টিকা নিতে না পারলে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে পারবেন।’

জানা গেছে, সিলেট বিভাগে গণটিকার আওতায় ২ লাখ ৭৮ হাজার ৮১১ জন প্রথম ডোজ টিকা নেন। এদের মধ্যে সিলেট জেলায় টিকা নেন ১ লাখ ২৫ হাজার ১৩৪ জন, সুনামগঞ্জে ৫৭ হাজার ২৯৯ জন, হবিগঞ্জে ৪৭ হাজার ১৩৬ জন এবং মৌলভীবাজার জেলায় টিকা নেন ৪৯ হাজার ২৪২ জন। তারাই বর্তমানে গণটিকার দ্বিতীয় ডোজ পাবেন। 

এনএইচ/আরসি-০২