সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৭, ২০২১
০৬:০৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
০৬:৫২ পূর্বাহ্ন
মোবাইলের প্রতি মানুষের নির্ভরতা দিনদিন বেড়েই চলেছে। গত কয়েক বছরে সংবাদমাধ্যমেও গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। গণমাধ্যমে মোবাইল নির্ভর সাংবাদিকতার চাহিদা বেড়েছেই চলেছে। অনেকেই এখন ঝুঁকছেন মোবাইল জার্নালিজম বা মোজোতে। সম্প্রতি জার্নালিজম ডট কো ডট ইউকে-তে বিশ্বের ৪০ জন মোবাইল জার্নালিস্ট প্রশিক্ষকের নাম ঘোষণা করা হয়েছে। সে তালিকায় জায়গা করে নিয়েছেন সিলেটের ছেলে সাব্বির আহমেদসহ বাংলাদেশের ২ জন।
সাংবাদিক সাব্বির আহমেদ বাংলাদেশ টাইমস-এর লিড মোবাইল জার্নালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। তালিকায় স্থান পাওয়া অপরজন ড. কাবিল খান জামিল। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ- ইউল্যাবের শিক্ষক।
এ প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, ‘সময়ের চাহিদা অনুযায়ী মোবাইল জার্নালিজম অনেক এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে মেইনস্ট্রিম মিডিয়াগুলোও মোবাইল জার্নালিজমে চলে আসবে বলেও আমার বিশ্বাস।
তালিকায় স্থান পাওয়া আরেক বাংলাদেশি ড. কাবিল খান জামিল বলেন, ‘যাদের সঙ্গে আমার নাম এসেছে তারা সবাই নিজ নিজ জায়গায় সেরা। এরকম প্রশিক্ষক, সাংবাদিকদের সঙ্গে নিজের নাম দেখে সত্যিই ভালো লাগছে।’
আরসি-০১