সিলেটে গণটিকার দ্বিতীয় ডোজ কাল

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৬, ২০২১
১১:৩৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২১
১১:৩৯ অপরাহ্ন



সিলেটে গণটিকার দ্বিতীয় ডোজ কাল
# প্রথম ডোজের কেন্দ্রেই নিতে হবে দ্বিতীয় ডোজ # জেলায় একদিন, সিটি করপোরেশনে তিনদিন # এসেছে চার লক্ষাধিক ডোজ টিকা

সিলেট বিভাগের চার জেলায় আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) টিকা ক্যাম্পেইন। এ দিন গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। জেলায় গত ৭ আগস্ট গণটিকার আওতায় প্রথম ডোজ প্রদান করা হয়। আগামীকাল সেই একই কেন্দ্রে তারা দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। 

তবে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কারণ এখানে প্রথম ডোজও দেওয়া হয়েছিল তিনদিন। গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের জন্য গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) বিভাগে মডার্না ও সিনোফার্মের চার লাখ ২৬ হাজার ৮০০ ডোজ টিকা এসেছে।

গত ৭ আগস্ট সিলেটের চার জেলায় ৫৯৫টি কেন্দ্রে গণটিকার প্রথম ডোজ দেওয়া হয়। দ্বিতীয় ডোজও এসব কেন্দ্রে দেওয়া হবে। যারা যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছেন তাদেরকে একই কেন্দ্রে গিয়েই দ্বিতীয় ডোজ নিতে হবে। একদিনই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তবে যারা এ দিন টিকা নিতে পারবেন না তারা পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে টিকা পাবেন।

জানা গেছে, গণটিকার জন্য সিলেট জেলায় কেন্দ্র আছে ৩০৩টি। এ ছাড়া সুনামগঞ্জে ৯৭টি, হবিগঞ্জে ৮৩টি এবং মৌলভীবাজার জেলায় আছে ১১২টি। এসব কেন্দ্রের মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকার কেন্দ্রগুলোতে দেওয়া হবে মডার্নার টিকা আর জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে।

সিলেট সিটি করপোরেশন এলাকায় গত ৭ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত তিনদিন ৮১টি কেন্দ্রে গণটিকার প্রথম ডোজ দেওয়া হয়। এবারও সিটি করপোরেশন এলাকায় তিনদিন চলবে গণটিকার দ্বিতীয় ডোজ। গত ৭, ৮ ও ৯ আগস্ট যারা যে কেন্দ্রে জাতীয় কোভিড-১৯ টিকা ক্যাম্পেইনে মডার্নার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন তারা প্রথম ডোজের তারিখের সঙ্গে মিল রেখে আগামী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর ওই কেন্দ্রে মর্ডানার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা গ্রহণ করতে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র ও কেন্দ্র থেকে দেওয়া টিকাকার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। কোনো অবস্থাতেই জাতীয় কোভিড-১৯ টিকার ক্যাম্পেইনের এই ধাপে কেউ টিকার প্রথম ডোজ দিতে পারবেন না। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজের মতো নগরের ৮১টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রথম ডোজের কেন্দ্রেই দ্বিতীয় ডোজ নিতে হবে। কেন্দ্র পরিবর্তন করে টিকা নেওয়ার কোনো সুযোগ নেই।’ এ বিষয়ে আজ নগরে মাইকিং করে প্রচার করা হবে বলেও তিনি জানিয়েছেন। নির্দিষ্ট দিনে কেউ টিকা নিতে না পারলে তারা কীভাবে টিকা পাবেন জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট দিনেই দ্বিতীয় ডোজ নিতে হবে।’

এদিকে, গতকাল রবিবার সিলেট বিভাগের চার জেলায় চার লাখ ২৬ হাজার ৮০০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে সিলেট জেলায় এক লাখ ৩১ হাজার ৮০০ ডোজ টিকা এসেছে। এসব টিকার মধ্যে মডার্নার ১৬ হাজার ৮০০ ডোজ এবং সিনোফার্মের এক লাখ ১৫ হাজার ডোজ। এছাড়া সুনামগঞ্জে সিনোফার্মের এক লাখ ১৫ হাজার ডোজ, হবিগঞ্জে সিনোফার্মের ৯৫ হাজার ডোজ এবং মৌলভীবাজারে ৮৫ হাজার ডোজ টিকা এসেছে। রবিবার বিভিন্ন সময় বিশেষ ফ্রিজার ভ্যানে করে এসব টিকা এসে পৌঁছে। চার জেলার সিভিল সার্জন টিকা গ্রহণ করেন। জেলার ইপিআই ভবনে টিকা মজুত রাখা হয়েছে।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত সিলেট মিররকে বলেন, ‘রবিবার জেলায় ১৬ হাজার ৮০০ ডোজ মডার্না এবং এক লাখ ১৫ হাজার ডোজ সিনোফার্মের টিকা এসেছে। এসব টিকা দিয়ে আগামী মঙ্গলবার গণটিকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।’

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘জেলায় ৯৫ হাজার ডোজ টিকা এসেছে। আগামী ৭ সেপ্টেম্বর জেলায় গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এছাড়া জেলায় স্বাভাবিক টিকা কার্যক্রমও চলবে।’

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘নির্দিষ্ট দিনে কেউ টিকা নিতে না পারলে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে পারবেন।’

এনএইচ/বিএ-০৬