জনতার শুভেচ্ছায় সিক্ত হাবিব

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৬, ২০২১
১১:৩০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
০১:২২ পূর্বাহ্ন



জনতার শুভেচ্ছায় সিক্ত হাবিব

সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় ৪ সেপ্টেম্বর রাত থেকে তার বাড়িতে জনতার ঢল নেমেছে। বিপুল ভোটে জয় পাওয়া হাবিবুর রহমান হাবিবকে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের দরগাঁওস্থ বাড়িতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। 

এ সময় জনতার উদ্দেশ্যে নবনির্বাচিত সাংসদ হাবিবুর রহমান হাবিব বলেন, এ বিজয় আমার নয়, এ বিজয় সিলেট-৩ আসনের আওয়মীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের বিজয়। 

হাবিবুর রহমান হাবিব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয়, সিলেট জেলা ও মহানগর, ৩ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি পরম করুণাময় আল্লাহর তালার প্রতি শুকরিয়া আদায় করেন।

বিএ-০৫