সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৬, ২০২১
০৯:৩১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২১
০৯:৩১ অপরাহ্ন
জৈন্তাপুরে সরকারের রাজস্ব খাত থেকে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার দরবস্তের দামড়ি ও হরিপুরের করিছের ব্রীজ এলাকায় প্রায় ২শ ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন মৎস্য অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, জেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, উপজেলার মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ, সাংবাদিক আব্দুল হালিম, গোলাম সরওয়ার বেলাল প্রমুখ।
আর কে/বি এন-০৯