কানাইঘাট প্রতিনিধি
সেপ্টেম্বর ০৬, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের লামা দলইকান্দি গ্রামে খাল থেকে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় আলকাছ পীর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম, থানার ওসি (তদন্ত) জাহিদুল হক ও বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, লামাদলইকান্দি গ্রামের মৃত আবু বক্করের ছেলে আলকাছ পীর তার বাড়ির উত্তরপাশে অবস্থিত এজমালী খাল মসজিদ থেকে নিলাম রাখেন। রবিবার বিকেল ৩টার দিকে আলকাছ পীরের ছেলে হাসান সেখানে পানি শুকিয়ে মাছ ধরতে গেলে একই গ্রামের ফয়জুল হকের ছেলে নাঈম ও তার চাচাতো ভাই রেজাউল বাধা প্রদান করেন। একপর্যায়ে সেখানে গিয়ে আলকাছ পীর তার ছেলে হাসানকে মাছ না ধরার জন্য বকাবকি করেন। তখন নাঈম আলকাছ পীরকে বলেন, 'তুমি কেন আমাকে গালিগালাজ করছ?' তখন আলকাছ পীর বলেন, 'আমি আমার ছেলে হাসানকে বকাবকি করছি।' এ কথা বলার পর নাঈমের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নাঈম রাস্তার বেড়া থেকে একটি বাঁশের খুঁটি নিয়ে আলকাছ পীরের মাথায় আঘাত করেন। এ সময় নাঈমের চাচাতো ভাই রেজাউল দেশীয় অস্ত্র দিয়ে পুনরায় আলকাছকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কানাইঘাট থানার ওসি মো. তাজুল ইসলাম পিপিএম বলেন, ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি। কথা কাটাকাটির জের ধরে নাঈম ও রেজাউল আলকাছকে আঘাত করলে তিনি মারা যান বলে নিহতের স্বজনরা জানিয়েছেন। তার লাশ আমরা উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।
এমআর/আরআর-১১