জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৬, ২০২১
১২:১৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২১
১২:১৯ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরের বাসিন্দা বুশরা আক্তার (২২) গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে তার স্বামী মো. আখলাকুল আম্বিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির সকলের অগোচরে ঘর থেকে বেরিয়ে যান বুশরা। তাৎক্ষণিকভাবে আশপাশের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে নিখোঁজ নারীর স্বামী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের ফরিদ আহমদের ছেলে মো. আখলাকুল আম্বিয়া বাদী হয়ে বিস্তারিত জানিয়ে জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
জানা গেছে, নিখোঁজ নারীর মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট এবং তার পরনে ছিল গোলাপি রঙের মেক্সি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কোনো সহৃদয় ব্যক্তি বুশরার সন্ধান পেয়ে থাকলে ০১৭১০১০৭১৩০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আরকে/আরআর-১০