আন্তর্জাতিক সম্মেলনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির তিন শিক্ষক

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৫, ২০২১
১১:৩৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
১১:৩৩ অপরাহ্ন



আন্তর্জাতিক সম্মেলনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির তিন শিক্ষক

আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির তিন শিক্ষক। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)- এর সেন্টার ফর ল্যাংগুয়েজ স্টাডিজ এবং ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড হিউম্যানিটিজের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এই তিন শিক্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রবন্ধ উপস্থাপনকারী তিন শিক্ষক হলেন ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক অনিক বিশ্বাস, সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী ও প্রভাষক সৈয়দ নাকিব সাদী।

করোনার কারণে তিন দিনব্যাপী সম্মেলনটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা।

জনসংযোগ শাখা জানায়, ‘Entangled Englishes in Translocal Spaces’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সিডনিস্থ ইউনিভার্সিটি অব টেকনোলজির এমিরেটাস অধ্যাপক অ্যালাস্টাইর পেনিকুক।

সম্মেলনে এমইউ’র ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস প্রবন্ধ উপস্থাপন করেন “Transcreation of Language on the Screen: A Critique of Tanvir Mokammel’s Lalshalu as an Intersemiotic Translation of Syed Walliullah’s Lalshalu”-এই শিরোনামে।

সানজিদা চৌধুরী আলোকপাত করেন “Wrapping the English Language in Native Colour: A Study on Kaiser Haq’s Selected Poems” বিষয়টির উপর এবং সৈয়দ নাকিব সাদী উপস্থাপন করেন “Exploring English as a Medium of Effective Instruction for Undergraduate Learners” শিরোনামের প্রবন্ধ।

এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের গবেষকরা তাঁদের প্রবন্ধ উপস্থাপন করেন।

আরসি-১১