জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৫, ২০২১
১১:১৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
১১:১৫ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় দরবস্ত থেকে কানাইঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি লেগুনা করগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় লেগুনার যাত্রী মাছ ব্যবসায়ী দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুল খালিক (৩১) গুরুতর আহত হন।
স্থানীয়রা আব্দুল খালিককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তিনি মারা যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম দস্তগীর আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেটে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরকে/আরআর-০৬