সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৫, ২০২১
০৭:৪২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
০৮:০০ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের গেজেটভুক্ত টুকের বাজার ইউনিয়নের ১, ২, ও ৩নং ওয়ার্ড নিয়ে ১টি ওয়ার্ড গঠনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে টুকেরগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী আলি আহমদের বাড়িতে আখালিয়া ঘাট, শেখপাড়া, সাহেবেরগাঁও, চরুগাঁও, হায়দরপুর, খালিগাঁও, পীরপুর, শাহপুর খুরুমখলা, টুকেরগাঁও, গৌরীপুর গ্রামবাসী আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।![]()
টুকেরবাজার নয়গ্রাম পঞ্চায়েত কমিটির আহবায়ক আবু ঈসার সভাপতিত্বে, শিক্ষক মাছুম আহমদ ও যুবনেতা আব্দুস সালামের যৌথ পরিচালনায় সভায় তিন ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী, রাজনীতিবিদ, সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষক ও যুব সমাজদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট কর আইনজীবি সমিতির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, বিশিষ্ট মুরব্বী হাজী জালাল উদ্দিন, জেলা অটোরিকশা সিএনজি সমিতির সভাপতি মো. জাকারিয়া, হাজী নজীর হোসেন, কাওসার আহমদ, আফসা মিয়া, হাজী আব্দুল হক, ইঞ্জিনিয়ার জমসিদ মিয়া, নেওয়াজ উদ্দিন, রেহান উদ্দিন, শিক্ষক ফারুক আহমদ, মাস্টার আব্দুস শুকুর, হাফিজ কাজী জুনায়েদ আহমদ, মাস্টার আব্দুল করিম, মাস্টার আব্দুল হান্নান, মনির উদ্দিন, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, মো. শাহজাহান, হাজী মনির উদ্দিন, মেম্বার এনামুল হোসেন, মেম্বার আব্দুল মালেক, মেম্বার গিয়াস উদ্দিন, আব্দুল করিম, সিরাজুল হক, আলী আহমদ, শাহাব উদ্দিন, মালাই মিয়া, আব্দুস সাত্তার, আবু তালেব, আবুল হোসেন, মাওলানা উসমান গনি, মাস্টার নুর আহমদ, শাহাজান মিয়া, জিয়া উদ্দিন, জয়নাল আবেদিন, ইকবাল মাহমুদ, লুকমান আহমদ, মহিউদ্দিন, মাস্টার আমিনুর রহমান, মঞ্জুর হোসেন সোহাগ, আলী হোসেন রাজা, আব্দুল হাই, বাহা উদ্দিন, আক্তার হোসেন, ফারুক আহমদ, আল আমিন, আবু বক্কর, ওসমানী গনি, মোঃ সালমান, আলতাফ হোসেন সুমন, রেজাউর রহমান মুস্তাক, আবিদুর রহমান, আজমল হোসেন, সামছুল ইসলাম, খালেদ আহমদ, মকবুল হোসেন, এনাম হোসেন শিপন, ফজল আহমদ রানা, আবু তালেব, ফটো সাংবাদিক সোহেল আহমদ, ফুল মিয়া, ফয়ছল আহমদ, মুহিব আহমদ মাছুম প্রমুখ।
মতবিনিময় সভায় আবু ঈসাকে আহবায়ক ও অ্যাডভোকেট ফারুক আহমদকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, ‘আমরা একই ইউনিয়নের বাসিন্দা ছিলাম। সবার সুখে-দুঃখে সব সময় পাশে থেকেছি। নতুন করে আমরা সিটি করপোরেশনের বাসিন্দা হয়েছি। আমরা চাই একই ওয়ার্ডে থেকে আমাদের শত বছরের বন্ধন অটুট রাখতে। তাই সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আমাতের দাবি, সিসিকের ওয়ার্ড বিন্যাসের সময় টুকের বাজার ইউনিয়নের ১, ২, ও ৩নং ওয়ার্ডের সমন্বয়ে যেনো ১টি ওয়ার্ড গঠন করা হয়। আশা করি আমাদের যৌক্তিক এ দাবির প্রতি সংশ্লিষ্টরা যথাযথ মূল্যায়ন করবেন।’
এএন/০৯