কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৪, ২০২১
১১:৫২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
১১:৫২ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে চোরাইকৃত ট্রাক্টরসহ শাহিন মিয়া নামের এক চোরকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পুটিয়া গ্রামের আবুল কালামের পুত্র।
শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার লাছুখাল এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করেন থানার এসআই আজিজুর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ১১টায় কোম্পানীগঞ্জ থানাধীন লাছুখাল গ্রামে মুক্তিযোদ্ধা ভবনের সম্মুখস্থ দক্ষিণপাশের খালি জায়গা থেকে লাছুখাল গ্রামের জামাল হোসেন একটি মাহিন্দ্র ট্রাক্টর গাড়ি রাখেন। ভোরবেলা তিনি জানতে পারেন, তার ট্রাক্টর গাড়িটি চুরি হয়েছে। ওই ঘটনায় জামাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, চুরিকৃত ট্রাক্টরসহ এক চোরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমকে/আরআর-০৪